বস্তায় ফুলকপি ও কচু চাষে সফল মালেক, আয় ৭০ হাজার টাকা

বস্তা পদ্ধতিতে কচু ও ফুলকপি চাষে ব্যাপক সফলতার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক। চলতি বছর কচু ও ফুলকপি চাষে ২০ হাজার টাকা খরচে ৭০ হাজার টাকা আয় করার আশা করছেন তিনি।

জানা যায়, নিজের পরিত্যক্ত জমিতে বস্তা পদ্ধিতে কচু ও ফুলকপি চাষ শুরু করেন। স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে ব্যাপকভাবে চাষ শুরু করেছেন। শুরুতে ৬টি হাজারি কপি ও ৭০ বস্তায় মুখি কচু চারা লাগিয়েছেন। তার দেখাদেখি এখন অনেকেই বস্তা পদ্ধতিতে কচু ও ফুলকপি চাষে উদ্দ্বুদ্ধ হচ্ছেন বলেও মালেক জানান।

কৃষক আব্দুল মালেক বলেন, আমার নিজের ৬ শতক জমিতে ১০০ বস্তায় বাদামসহ মুখি কচুসহ নানা জাতের সবজি চাষ করেছি। প্রতিটি হাজারি বাঁধা কপি গাছে ২৫ থেকে ৩০টি করে ছোট ছোট বাঁধা কপি ধরেছে। আশা করছি সব মিলে ৬০ থেকে ৭০ হাজার টাকার বেশি সবজি বিক্রি করতে পারব।

তিনি আরও বলেন, বস্তা পদ্ধতিতে সবজি চাষ করলে রোগবালাই খুবই কম হয়। সবথেকে বড় সুবিধা হল এটি যখন তখন যেকোন জায়গায় স্থানান্তর করা যায়। এছাড়াও যাদের জমি জমা নাই কিংবা খুবই কম তারা চাইলে বাড়ির উঠোনে কিংবা অন্যকোন পরিত্যক্ত জায়গায় খুব সহজেই সবজি চাষ করতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, এই পদ্ধতিতে আদা, হলুদ, বাঁধা কপি, মুখি কচু ও আখ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। এতেপানি ও কীটনাশক কম লাগে। কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা, প্রশিক্ষণ, পরামর্শ মূলক সেবা প্রদান করা হচ্ছে।