বইমেলায় বই কিনলেই মিলছে বিনামূল্যে গাছ

অমর একুশে বইমেলা ২০২৫-এ এবার বইপ্রেমী ও পরিবেশ রক্ষায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) ও স্বপ্ন ৭১ প্রকাশন। মেলা প্রাঙ্গণে ৭৫৩ নম্বর স্টলে ১০০০ টাকার বই কিনলেই মিশন গ্রিন বাংলাদেশ-এর পক্ষ থেকে দেয়া হবে একটি ‘ফ্রি ট্রি’ — একটি টবসহ ইনডোর প্লান্ট।

এই উদ্যোগের মাধ্যমে বই ও গাছের সংমিশ্রণে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, যেখানে বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন দর্শকরা।

মিশন গ্রিন বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আহসান রনি এ উদ্যোগ সম্পর্কে বলেন, “এটি একটি অনন্য প্রয়াস, যেখানে বই এবং গাছের মধ্যে সেতুবন্ধন তৈরি হচ্ছে। আমরা মিশন গ্রিন বাংলাদেশ-এর সঙ্গে একযোগে এই পরিবেশগত উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু বই পড়ার আনন্দ নয়, পরিবেশ রক্ষার দায়িত্বও গ্রহণ করছি।”

মিশন গ্রিন বাংলাদেশ-এর প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, “বই পড়া মানসিক বিকাশ ঘটায়, আর গাছ রোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা আশা করি, এই উদ্যোগটি বইমেলায় আসা সকল মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং তাদের প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করবে।”

স্বপ্ন ৭১ প্রকাশনীর প্রকাশক আবু সাঈদ বলেন, “বই এবং গাছের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক রয়েছে। বই আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে, আর গাছ আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে পাঠকরা শুধু বইয়ের জ্ঞানই অর্জন করবেন না, পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবেন।”

এদিকে, বিষয়টি ইতিমধ্যে বইপ্রেমী ও পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা মিশন গ্রিন বাংলাদেশ এবং স্বপ্ন ৭১ প্রকাশনের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু বইমেলায় আসা পাঠকদের মধ্যে জ্ঞানের আলো ছড়ানো নয়, বরং তাদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্বও অনুভব করানো। এমন একটি উদ্যোগের মাধ্যমে পাঠকরা বুঝতে পারছেন যে, শুধুমাত্র বই পড়ার মাধ্যমে যেমন জ্ঞানের পরিধি বাড়ানো যায়, তেমনি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা গ্রহণ করেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।