ফিসটেক হ্যাচারি পরিদর্শন করলো ASEAN প্রতিনিধি দল

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ফিসটেক হ্যাচারি পরিদর্শন করল ASEAN-Bangladesh Cooparation on Aquaculture and Fisheries Project (DOF) এর আওতায় আসিয়ানভুক্ত (Association of South East Asian Nations) ১০টি দেশের (Thailand, Vietnam, Phillippines, Cambodia, Laos, Singapore, Malaysia, Indonesia, Brunei এবং Myanmar) প্রতিনিধি দল।

সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ সফরে মৎস্য খামার ও হ্যাচারি পরিদর্শনের অংশ হিসেবে ফিসটেক হ্যাচারি পরিদর্শন করেন আসিয়ান প্রতিনিধিরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. রইস হাসান সরোয়ার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব আন্দ্রিয় দ্রং, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, মৎস্যচাষ ও মৎস্যখাতে আসিয়ান (ASEAN)- বাংলাদেশ সহযোগীতা প্রকল্প পরিচালক ড. মোঃ ইফতেখারুল আলম, ময়মনসিংহের জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিসটেক হ্যাচারি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার।

অনুষ্ঠানে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে ফিসটেক হ্যাচারিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি সমূহ ধাপে ধাপে তুলে ধরা হয়। হ্যাচারিটির গুণগত মান অক্ষুন্ন রেখে বাংলাদেশে সফলতার গল্প তুলে ধরেন হ্যাচারি ম্যানেজার এটিএম তৌহিদুল হাসান। এরপরেই আমেরিকা থেকে আমদানিকৃত স্প্রিং জেনেটিক্স এর দ্রুত বর্ধনশীল তেলাপিয়া পোনার বাংলাদেশের পরিবেশে সফলতার কারণ তুলে ধরেন কোম্পানির গবেষণা ও উন্নয়ন বিভাগ (R&D) এর পক্ষ্য থেকে সিনিয়র এক্সিকিউটিভ আরিফুল ইসলাম।

এসময়ে উপস্থিত অতিথিবৃন্দ হ্যাচারির কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। উপস্থিত অতিথিবৃন্দ পুরো অনুষ্ঠানের আয়োজনের ও হ্যাচারী ব্যবস্থাপনায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তির ভুয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতে মৎস্য খাতের উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবিলায় মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার অভিজ্ঞতা আদান প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, মৎস্য সম্পদকে সমৃদ্ধ করতে চাই মানসম্পন্ন উন্নত জাতের মাছের পোনা ও আধুনিক ব্যবস্থাপনা। মৎস্য চাষিদের মাঝে দ্রুত বর্ধনশীল প্রায় ১০০% মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদনের লক্ষ্যে, ফিসটেক হ্যাচারি লিমিটেড আমেরিকা থেকে উন্নত জাতের স্প্রিং জেনেটিক্স ব্রুড আমদানি করে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত উচ্চ মানের পোনা খামারিদের মাঝে সরবরাহ করে আসছে। যার স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানটি ২০২২ সালে রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করে।