ফিসটেক লিঃ এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফিসটেক লিঃ এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ফিসটেক (বিডি) লিমিটেড-এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর উত্তরাস্থ জমজম কনভেনশন সেন্টারে ফিসটেক (বিডি) লিমিটেড-এর এইচআর ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার নরোত্তম চক্রবর্তীর সঞ্চালনায় ১৮ তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিসটেক (বিডি) লিমিটেড-এর চেয়ারম্যান খোন্দকার ফরহাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিসটেক (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউল করিম ভূঁইয়া ও পরিচালক (আরএন্ডডি) মোহাম্মদ তারেক সরকার।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ফিসটেক (বিডি) লিমিটেড-এর চেয়ারম্যান খোন্দকার ফরহাদ হোসেন, দেশের জনগণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষের নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে, মৎস্য চাষিদের মাঝে আধুনিক প্রযুক্তি সরবরাহ এবং সেই সাথে উপযুক্ত পরামর্শ ও সেবা প্রদানের মাধ্যমে খামারিদের ব্যবসায়িক সফলতা নিশ্চিত করনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

“আমরা যে যে কাজ‌টিই ক‌রি, সে‌টি য‌দি হৃদয় দি‌য়ে করার চেষ্টা ক‌রি” উল্লেখ করে ফিসটেক (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আতাউল করিম ভূঁইয়া বলেন, সাফ‌ল্যের প্রথম শর্তই হ‌চ্ছে শুক‌রিয়া এবং দ্বিতীয় শর্ত সবর করা। আমা‌দের ম‌নোছ‌বি হ‌তে হ‌বে প‌রিচ্ছন্ন ও বড়। আমরা আমাদের পথচলায় বিষয়গুলো মেনে চলবো।

অনুষ্ঠানে দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ফিসটেক (বিডি) লিমিটেড -এর পরিচালক মোহাম্মদ তারেক সরকার। তিনি বলেন, একই কাজ সবাই করে কিন্তু সবাই সফল হতে পারে না। কারণ, কাজ একই হলেও যারা সফল হয়, তারা একই কাজ ভিন্নভাবে করে। ভিন্নভাবে কাজ করাটাই ক্রিয়েটিভিটি । আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে সবাই এগিয়ে যাবো ইনশাল্লাহ। এ সময় তিনি কোম্পানির গবেষণা ও উন্নয়ন বিভাগ (R&D) সম্পর্কে সংক্ষিপ্ত দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ফিসটেক (বিডি) লিমিটেড এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারিদের স্ব স্ব অবস্থানে বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে বিশেষভাবে পুরষ্কৃত করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রয় প্রতিনিধিদের সাথে গ্রুপ ডিসকাশন করেন কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিসটেক (বিডি) লিমিটেড-এর জেনারেল ম্যানেজার রাফিউল হাসান চৌধুরী, গ্রোটেক এনিমেল হেলথ-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমান, গ্রোটেক এগ্রো’র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস.এম. আবু সায়েম সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।