প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হককে ফুলেল শুভেচ্ছা জানালো দেশের অন্যতম এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
আজ ৩ মার্চ ২০২৪, রাজধানীর খামারবাড়িস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালকের কার্যালয়ে ইয়ন গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এবিএ সাহিদ উদ দৌলা নবনিযুক্ত ডিজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক (প্রশাসন) ডাঃ মলয় কুমার শূর কেও ফুলেল শুভেচ্ছা জানান ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক তার পক্ষ থেকে এবং তার অধিদপ্তরের পক্ষ থেকে দেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি মনে করেন প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদে সেক্টর নিয়ে কাজ করা প্রতিষ্ঠানসমূহকে সঙ্গে নিয়ে প্রাণিসম্পদের সমস্যা গুলি চিহ্নিত করে দ্রুততম সময়ে সমাধান করলে এ সেক্টরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।
অতীতের ন্যায় আগামীতেও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক এবিএ সাহিদ উদ দৌলা।
উক্ত ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন বায়ো সায়েন্স লিঃ এর উপদেষ্টা মোঃ আইনুল হক, এরকোল মিডিয়া এন্ড কমিউনিকেশনস এর বিজনেস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম সহ প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।