প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি’র সাথে ‘দ্য ভেট এক্সিকিউটিভ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাণিসম্পদ অধিদপ্তর এর মহাপরিচালক  ডক্টর মোঃ আবু সুফিয়ান এর সাথে দ্য ভেট এক্সেকিউটিভ কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ১১ই ফেব্রুয়ারী ২০২৫, রাজধানীর খামারবাড়িস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালকের কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় দ্য ভেট এক্সেকিউটিভ এর সভাপতি ডাক্তার মোঃ রেজাউল করিম মিয়া ৫ই আগস্ট পরবর্তী পটভূমি উপস্থাপন পূর্বক বিভিন্ন কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন ।

দ্য ভেট এক্সেকিউটিভ এর মহাসচিব ডাক্তার মোহাম্মদ আল আমীন তার বক্তব্যে ৭৫০০ প্রাইভেট ভেটেরিনারিয়ান এর মান সম্মত কর্ম পরিবেশ তৈরি করার জন্য নীতিমালা প্রণয়নের গুরুত্ব আরোপ করেন এবং ভেটেরিনারি পেশার বহুমুখী সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মক্ষেত্র তৈরির আহ্বান করেন ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক তার বক্তব্যে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে প্রাইভেট ও পাবলিক ভেটারিনারিয়ানদের এক জোট হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রাইভেট ভ্যাটেরিয়ানদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ডাক্তার এইচ এম নজমুল হক, কোষাধ্যক্ষ ডাক্তার জহিরুল ইসলাম,সহসভাপতি ডাক্তার মো: আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ডাক্তার মো: শাহজাহান সাজু, সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার মো: রফিকুল ইসলাম স্বরন এবং ভেট এক্সেকিউটিভ উপদেষ্টা ডাক্তার কবির উদ্দিন আহমেদ ।

সভায় আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার মোঃ তারেক হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান ।