দীর্ঘদিন পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার পর অভ্যন্তরীণ চাষি ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার। প্রতি টন পেঁয়াজর রপ্তানি মূল্য ৫৫০ ৫৫০ ডলারে নির্ধারণ করেছে ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড।
শনিবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের, বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে দেশের রাজধানীসহ সারাদেশে প্রতিকেজি পেয়াজ আকার ও মানভেদে বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকা কেজিদরে। ভারত থেকে পেয়াজ রপ্তানির খবরে খুচরা পর্যায়ে দাম কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এমন খবরে হতাশা প্রকাশ করেছেন চাষিরা।