পেঁয়াজের কেজি ৭০, আলু ৫০

ঈদ পরবর্তী রাজধানীসহ সারাদেশের পাইকারী ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। অথচ ঈদের আগে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ৪০-৪৫ টাকা দরে। এছাড়াও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৬০ থেকে ৬৫ টাকা, আলু ৫০ থেকে ৫২ টাকা, ডিম ডজনে ১২০ টাকায়। তবে, দাম বাড়তি খুচরা বাজারগুলোতে।

এদিকে দাম বাড়ায় হতাশ ভোক্তারা। তারা বলছেন, এমনিতেই বাজার চড়া, তার ওপর এই মূল্য বৃদ্ধিতে সংসারের খরচ আরেক দফা বাড়বে। পণ্যের বাড়তি দামে সিন্ডিকেটের কারসাজি ও অনিয়মকে দায়ী করছেন ভোক্তারা।

বিক্রেতারা বলছেন, কালকে পেয়াজ ৬০ টাকায় বিক্রে করেছি। আজকে ৫৮ টাকায় কিনে এনেছি। ৬১ টাকায় একটা বিক্রি করি আর ৬০ টাকায় আরেকটা বিক্রি করি।