পেঁয়াজের কেজি ৪০ টাকা, হতাশ চাষিরা

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের রাজধানী খ্যাত পাবনায় কেজিতে দাম কমেছে অর্ধেকেরও বেশি। প্রতি মণে দাম কমেছে প্রায় ১ হাজার টাকা। হঠাৎ পেঁয়াজের এমন দরপতনে হতাশ হয়ে পড়ছেন জেলার প্রান্তিক চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাবনার বেশিরভাগ হাটগুলোতে কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। হঠাৎ দাম কমায় বিপাকে পড়েছেন চাষিরা। বিক্রির জন্য আনা পেঁয়াজ কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ফেরত নিয়ে যাচ্ছেন তারা। এসব বাজারে সপ্তাহে মানভেদে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা মন দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ বর্তমান বাজারে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ চাষি রহমত আলী বলেন, দাম একেবারেই কমে গেছে। বর্তমানে ভালো ক্যাটাগরির বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে দুই হাজার টাকা মণ দরে। আর ছোট আকারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা মণ দরে, যা কেজি হিসাবে ৪০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে রয়েছে।

য়ারেক চাষি আব্দুল্লাহ শেখ বলেন, বেশি দামের আশায় পেঁয়াজ নিয়ে এসেছি কিন্তু দাম কমে যাওয়ায় খুব একটা লাভ থাকবেনা। তাই পেঁয়াজ ফেরত নিয়ে যাচ্ছি। সামনে দাম বাড়লে বিক্রি করে দিব।

এবার আবহাওয়াজনিত কারণে ফলন কম হয়েছে বলে জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বিগত বছরে একবিঘা জমিতে ৭০ থেকে ৮০ মন পেঁয়াজের ফলন হয়েছে। সেখানে এই বছরে ৪০ থেকে ৫০ মন পেঁয়াজ হবে বলে মনে করছেন তারা। তাই সামনের দিনে পেঁয়াজের বাজার অস্বাভাবিক হতে পারে বলে ধারণা তাদের।