পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎

মাহমুদুর রহমান রনি, বরগুনা: ‎বরগুনার পাথরঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন।

‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রোকনুজ্জামান খান, উপস্থিত ছিলেন পাথরঘাটা সহকারী কমিশনার ভূমি মো. এমাদুল হোসেন, পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুর হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সাংবাদিক সাকিল আহমেদ প্রমুখ।

‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন বলেন, কৃষি প্রণধনা কর্মসূচির আওতায় পাথরঘাটা উপজেলায় ৫ হাজার ৫’শ ৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, খেসারি, মুগ ডাল ও ফেলন এর বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যকর উদ্বোধন করা হয়েছে। গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী সহ ওই সকল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য বিনামূল্যে বিজ ও সার সহায়তা পাবে।

‎তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলা ৩৮ হাজার ৫’শ জন কৃষক আছে। এদের মধ্যে ঘূর্ণিঝড় রেমাল বা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে। অগ্রদ্বীকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।