পাইকারিতে আলুর কেজি ২০ খুচরায় ৩০

ভারতীয় আলু আমদানির খবরে পাইকারিতে কেজিপ্রতি ২০ আর খুচরায় বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। এদিকে পেঁয়াজের দামটা এখনো একশ’ টাকার বেশি। তবে কিছুটা কমেছে সবজির দাম।

ভারত থেকে আলু আসার খবরে, পড়ে গেছে দাম। এখন পাইকারিতে কেজি ২০ আর খুচরায় কেনা যাচ্ছে ৩০ টাকায়। গত একমাস আগেও ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৫০ টাকার আশপাশে ছিল। ভরা মৌসুম হলেও দাম সেভাবে কমছিল না। এরই মধ্যে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

এদিকে পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, এখনও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসেনি। তবে আরও কিছু দিনের মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে কারওয়ান বাজারে কিছু সবজির দাম গেলো সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। বেড়েছে কিছু কিছু সবজির দাম।

ব্যবসায়ীরা জানান, শীতের সবজির দাম কিছুটা কমেছে। অন্যদিকে বাজারে ওঠা নতুন সবজির দাম কিছুটা বাড়তি।