পকুরের মাছ মারা যাওয়ার কারণ এবং প্রতিকার

কোনো দৃশ্যমান কারণ ছাড়াই প্রতিদিন মাছ মারা যাচ্ছে? এবং মাছের ফুলকা সাদা এবং মিউকাস জমে যাচ্ছে! মর্টালিটি রেট প্রতিদিন বেড়ে যাচ্ছে? তাহলে চলুন জেনে নেয়া যাক পকুরের মাছ মারা যাওয়ার কারণ এবং প্রতিকার সম্পর্কে-
𝗢𝗥𝗣-𝗢𝘅𝗶𝗱𝗮𝘁𝗶𝗼𝗻-𝗥𝗲𝗱𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 𝗣𝗼𝘁𝗲𝗻𝘁𝗶𝗮𝗹 in Aquaculture.
Positive values, between 150-250mV means “GFIGEH”: “Good, Fish Is Growing and Everybody is Happy” & 𝗯𝗲𝗹𝗼𝘄 100 𝗺𝗩 𝘁𝗵𝗮𝘁 𝗺𝗲𝗮𝗻𝘀 𝗽𝗼𝗻𝗱 𝗶𝘀 𝘁𝗿𝗼𝘂𝗯𝗹𝗲𝗱.

মাছ চাষের জন্য উপযুক্ত মাত্রা:


ORP মাত্রা সর্বোচ্চ 250 mV এবং সর্বনিম্ন 150 mV থাকা উচিত।
ORP 200 mV এর নিচে থাকলে জলাশয়ে শৈবালের বৃদ্ধিকে উত্সাহিত করবে, 200 mV থেকে 250 mV এর মধ্যে জলজ আগাছা বা স্ট্রিংযুক্ত শৈবালকে বৃদ্ধি করবে, আবার 250 mV এর উপরে শৈবাল বৃদ্ধি রোধ করবে।

150-250 𝗺𝗩 𝗺𝗲𝗮𝗻𝘀, 𝗮𝗺𝗼𝗻𝗶𝗮 𝗶𝘀 𝗹𝗼𝘄𝗲𝗿, 𝗙𝗶𝘀𝗵 & 𝘀𝗵𝗿𝗶𝗺𝗽 𝗮𝗿𝗲 𝗵𝗲𝗮𝗹𝘁𝗵𝘆 𝗮𝗻𝗱 𝗵𝘂𝗻𝗴𝗿𝘆, 𝗻𝗼 𝗼𝘃𝗲𝗿𝗳𝗲𝗲𝗱𝗶𝗻𝗴, 𝗼𝘅𝘆𝗴𝗲𝗻 𝗱𝗲𝗺𝗮𝗻𝗱 𝗶𝘀 𝗼𝗸 𝗮𝗻𝗱 𝘄𝗮𝘁𝗲𝗿 𝗰𝗶𝗿𝗰𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 𝗶𝘀 𝗳𝗶𝗻𝗲, 𝘀𝘂𝘀𝗽𝗲𝗻𝗱𝗶𝗻𝗴 𝘀𝗼𝗹𝗶𝗱𝘀!

ORP কেন উঠানামা করে:


১) অতিরিক্ত ফাইটোপ্লাংক্টন এবং জুওপ্লাংক্টন পচনের ফলে orp বেড়ে যায়।
২) অতিরিক্ত সার প্রয়োগ বা মাছের পয়ঃনিষ্কাশনের মতো উৎস থেকে অতিরিক্ত পুষ্টি উপাদানের কারণে orp বেড়ে যেতে পারে। আবার জলাশয়ের জৈব উপাদান কমে গেলে orp এর মাত্রা কমে যায়।
৩) পানির pH এর মাত্রা ORP কে প্রভাবিত করতে পারে। অম্লীয় অবস্থায়, orp কম থাকে, যখন ক্ষারীয় অবস্থায় orp বেশি থাকে।
আমাদের দেশের জলাশয় গুলো প্রায় বেশির ভাগ সময়ই orp বেশি পরিলক্ষিত হচ্ছে।

কিভাবে orp মাত্রা নিয়ন্ত্রণ করা যায় (𝗛𝗼𝘄 𝘁𝗼 𝗰𝗼𝗻𝘁𝗿𝗼𝗹 𝗢𝗥𝗣 𝗟𝗲𝘃𝗲𝗹):


১) মাসে একবার প্রতি শতকে ২ কেজি করে জিপশাম সার, ১ কেজি করে ক্যালসিয়াম কার্বোনেট প্রয়োগ করতে হবে।
২) দ্রবীভূত অক্সিজেনের মাত্রা পরিমিত পরিমাণ এ রাখতে হবে। প্রয়োজনে এরেটর স্থাপন করতে হবে।
৩) নিয়মিত জলাশয়ের পানি পরিবর্তন করতে হবে।
৪) বটমক্লিন রেসওয়ে পদ্ধতি ব্যবহার করেও orp এর মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়।


লেখাঃ কৃষিবিদ (মৎস্য) মো: রাশেদুজ্জামান দিপু,
দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন