অর্গানিকভাবে মুরগি উৎপাদনের জন্য দেশের অন্যতম সু-পরিচিত ভেটেরিনারি প্রতিষ্ঠান “অর্গাভেট মেডিসিন লিঃ” এ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস এন্ড মার্কেটিং বিভাগের জন্য আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বিভিন্ন পদে লোকবল নিয়োগ দিবে।
এক নজরে অর্গাভেট মেডিসিন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম | অর্গাভেট মেডিসিন লিঃ |
চাকরির ধরন | বেসরকারি |
পদের নাম | সেলস ও মার্কেটিং এক্সিকিউটিভ/এরিয়া ম্যানেজার |
পদ ও লোকবল | নির্ধারিত নয় |
বেতন | আলোচনা সাপেক্ষে |
অভিজ্ঞতা | মেডিসিন/ফিড (ভেটেরিনারি) কোম্পানীতে সেলস এন্ড মার্কেটিং বিভাগে ২/৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
শিক্ষাগত যোগ্যতা | যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রি |
কর্মস্থল | দেশের যেকোন জায়গায়। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে পছন্দের জেলায় পোস্টিং |
আবেদন করার মাধ্যম | [email protected] |
আবেদন শুরুর তারিখ | ২০ জুন ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ২০ জুলাই ২০২৪ |
অফিশিয়াল ওয়েবসাইট | www.orgavetmedicineltd.com |
অফিশিয়াল ফেসবুক পেজ | https://www.facebook.com/orgavetmedicineltd |
দায়িত্ব |
---|
১। সেলস টার্গেট এচিভ করা। ২। গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপন ও ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করা ৩। এনিমেল হেলথ রিলেটেড পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি যাচাই করা। ৪। মার্কেট ডেভেলপমেন্ট এর জন্য বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতপুর্বক বিভাগীয় প্রধানের সাথে পরিকল্পনা করা। ৫। কৃষক, খামারি, ডিলার এবং কনসালটেন্টদের সাথে সভা পরিচালনা করা। এছাড়াও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দ্বারা এসাইনকৃত কাজ সম্পন্ন করা। |