ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) এর আয়োজনে অনুষ্ঠিত ASEC ফিড মিলিং ইন্টারমিডিয়েট কোর্সে ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিড অংশগ্রহণ করেছে।
সম্প্রতি USSEC এর দক্ষিণ এশিয়ার রিজিওনাল অফিস থাইল্যান্ডের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে দুইদিনব্যাপী এই ট্রেনিংটি অনুষ্ঠিত হয়। ইয়ন ফিডের পক্ষে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের ডেপুটি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (ফিড) রাজু আহমেদ ও এসিস্ট্যান্ট ম্যানেজার (ফিড) ওমর ফারুক বাবু।
উক্ত ট্রেনিংয়ে প্রশিক্ষকেরা ফিড মিলের বিভিন্ন কার্যাবলী সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেন। এসময় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিনিধি ফিড মিল সম্পর্কিত বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
দুইদিনব্যাপী উক্ত ট্রেনিং এ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল থেকে আগত ৫০ জন প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে ইয়ন ফিড, কাজী ফার্ম, আফতাব, বাংলা ইউকে ফিড প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য যে, ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) আন্তর্জাতিকভাবে ৮০টিরও বেশি দেশে মানুষের ব্যবহার, জলজ চাষ এবং গবাদি পশুর খাদ্যের জন্য ইউ.এস. সোয়া নিয়ে কাজ করে। পাশাপাশি ইউএসএসইসি সদস্যরা ইউএস সয়া কৃষক, প্রসেসর, কমোডিটি শিপার, মার্চেন্ডাইজার, সহযোগী কৃষি ব্যবসা এবং কৃষি সংস্থা সহ সয়া সাপ্লাই চেইনের প্রতিনিধিত্ব করে।