ঢাকায় ৬০০ টাকা কেজি দরে বিক্রি হবে গরুর মাংস

ট্রাক সেলের মাধ্যমে ঢাকার মোট ৩০টি স্থানে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হবে গরুর মাংস। গরুর মাংস ছাড়াও সুলভ মূল্যে বিক্রি হবে খাসি ও ব্রয়লার মুরগির মাংস।

আজ ৪ মার্চ ২০২৪, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শে‌ষে সাংব‌া‌দিক‌দের এ তথ‌্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

আগামী ১০ মার্চ থেকে ভ্রাম‌্যমাণ ট্রাক সে‌লের মাধ‌্যমে গরুর মাংস বিক্রি করা হবে ৬০০ টাকায়, খাসির মাংস ৯০০ টাকা, সলিড ব্রয়লার বিক্রি হবে ২৮০ টাকায়। ঢাকার বা‌ইরে পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে এ ব্যাপারগুলো আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করা হবে বলেও মন্ত্রী জানান।

এদিকে ঢাকাসহ সারাদেশে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। কোথাও কোথাও তা ২২০ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগেও এ দাম ছিল ১৯০-২০০ টাকা। এছাড়া বর্তমানে সোনালি ২৮০-৩০০ টাকা, দেশী মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা এবং লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১০০০-১১০০ টাকাইয় বিক্রি হচ্ছে।