জার্মানিতে রপ্তানি হল হাঁড়িভাঙা আম

চলতি বছর জার্মানিতে রফতানি করা হল রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জের মো. খলিলুর রহমানের বাগান থেকে ২০০ কেজি হাঁড়িভাঙা আম জার্মানিতে পাঠান হয়েছে।

জানা যায়, গ্রিন গ্লোবাল অ্যাগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব আম রপ্তানি করেছে। স্বাস্থ্যসম্মতভাবে আমের উৎপাদন, নিরাপদ ও খাদ্যমান রক্ষা, পরিবেশ সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কৃষিকর্মীর স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আম রপ্তানি করা হয়েছে। নিরাপদ ও খাদ্যমান রক্ষার মধ্যে রয়েছে ফসল সংগ্রহের পর সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থাপনা।

মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল আবেদীন , সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে আম উৎপাদন করছি। চলতি মৌসুমে জার্মানিতে ২০০ কেজি হাড়িভাঙা আম পাঠানোর মধ্য দিয়ে রফতানি শুরু হলো। বর্তমানে আকারভেদে প্রতি মণ হাঁড়িভাঙা আম ২ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর প্রায় দুই হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙার ফলন হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি বিভাগের পরামর্শে বালাইনাশক প্রয়োগ ও ব্যবহারবিধি অনুসরণ, রাসায়নিকের পরিমিত ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করে রফতানি উপযোগী এসব আম উৎপাদন করা হয়েছে। আগামীতে আরও বেশি পরিমাণ আম বিদেশে রপ্তানি করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।