জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ বৃহঃস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, বিকালে রাজধানীর তেজগাঁওস্থ ইয়ন কনভেনশন সেন্টারে ইয়ন গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা।
প্রধান অতিথির বক্তব্যে ইয়ন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা বলেন, অল্প পুঁজি নিয়ে স্বল্প পরিসরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ২৪ বছর আগে যাত্রা শুরু করেছিল ইয়ন গ্রুপ। এ লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। শত প্রতিকুলতা সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্য কখনো বিচ্যুত হইনি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এগ্রিকালচার সেক্টরের সকল পর্যায়ে সরাসরি ব্যবসা ও সেবা প্রদানের মাধ্যমে এই সেক্টরকে উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
ইয়ন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা আরও বলেন, আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা ফুড সেফটি এন্ড সিকিউরিটিতে মনোনিবেশ করেছি। যার মাধ্যমে ফার্ম টু ডাইনিং প্রতিটি পর্যায়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখার মাধ্যমে ভোক্তাদের নিকট নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পণ্য/সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে আমরা বেশকিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছি।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ), চীফ পিপলস অফিসার সুলতান মাহমুদ, চীফ ফাইন্যান্স অফিসার মো: শামসুজ্জোহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপ নির্বাহী পরিচালক এবিএ সাহিদ উদ দৌলা, চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ জাবিদ হাসান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গ্রুপের বিভিন্ন ডিপার্টমেন্টের দুই শতাধিক কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ।
উল্লেখ্য যে, অনুষ্ঠানের এক পর্যায়ে বিগত বছরের সাফল্যের জন্য সেরা সেলস এচিভারদেরকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ২৪ টি পুরষ্কার সম্বলিত আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।