খুচরা বাজারে কমেছে মুরগির দাম

সপ্তাহ ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগী, রসুন,লেবু ও মরিচের দাম। এছাড়াও বাজারে মাছের দাম গত সপ্তাহের থেকে তুলনামূলক কম। বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। 

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৯০থেকে ২০০ টাকা।যা সপ্তাহে ছিলো ২২০ থেকে ২৩০ টাকা। দেশি মুরগি কেজিপ্রতি ৬৭০ থেকে ৬৮০ টাকা। সোনালি মুরগির দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা। যা গতসপ্তাহে ছিলো ৩১০ টাকা। লেয়ার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।