পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের বাধা না থাকায় দেশের পাইকারী ও খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
পাবনার সাঁথিয়া উপজেলায় গত দুই দিনে পেঁয়াজের দাম প্রতি মণে ২০০ টাকার মতো কমেছে। প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে ৫২- ৫৭ টাকা পর্যন্ত। তবে রাজধানী সহ জেলা শহরগুলোতে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজের দাম ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ভারত সরকার প্রতি টন পেঁয়াজর ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ৫৫০ মার্কিন ডলার। ডলারের বিনিময় মূল্য ১১০-১১৮ টাকা হিসাবে ভারতীয় পেঁয়াজের আমদানি মূল্য পড়বে প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা। এতে খুব একটা দাম কমবেনা বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।