‘খাওয়ালে ইয়ন ফিড, খামারী হবে সুপারহিট’ বিষয়ক কর্মশালা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে একযোগে দেশের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, হবিগঞ্জ, জামালপুর, শেরপুর, নোয়াখালী, খুলনা, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায়  স্থানীয় হাঁস, গরু, পোল্ট্রি ও মৎস্য চাষীদের নিয়ে ‘খামার, খাদ্য ও পোনা ব্যবস্থাপনা’ কর্মশালা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ ও ১৭ মার্চ ২০২৫, স্থানীয় ইয়ন ফিডের বিভিন্ন ডিলারদের সহযোগীতায় উল্লেখিত জেলাসমূহে উক্ত  কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাগুলোতে নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়নের নিজস্ব ফিড মিলে উৎপাদিত শতভাগ হালাল ও নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, ব্যবহার বিধি, খামার ব্যবস্থাপনা, মাছের পোনা ও এনিমেল হেলথ মেডিসিন সম্পর্কে খামারীদের পরামর্শ প্রদান করা হয়, যাতে করে তারা উপকৃত হতে পারেন।

কর্মশালাগুলোতে আগত খামারি ও ক্ষুদ্র ব্যবসায়িদের উদ্দেশ্যে ইয়ন ফিডের বগুড়া ডিভিশনাল ম্যানেজার কামাল আহমেদ, যশোর রিজিয়নাল ম্যানেজার মাহবুব ই-খুদা, এ্যাকুয়া টেকনিক্যাল ম্যানেজার ওমর ফারুক বাবু, রংপুর এরিয়া ম্যানেজার জুয়েল রানা, জামালপুর এরিয়া ম্যানেজার শাহীনুল ইসলাম, কিশোরগঞ্জ এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, ফেনী এরিয়া ম্যানেজার শাহীন আলম, বগুড়া এরিয়া ম্যানেজার আরিফ হোসাইন লাল, নরসিংদী এরিয়া ম্যানেজার হারুন অর রশীদ ও এ্যকুয়া টেকনিক্যাল অফিসার সালেহ আহমেদ বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার করলে উৎপাদিত পণ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হওয়ার পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণ হয়, আর সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে ইয়ন গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকেই খামারিদের স্বাস্থ্যকর ও হালাল খাদ্য, পোল্ট্রি, রুমিন্যান্ট ও এ্যকুয়াকালচার মেডিসিন, মাছের পোনা, জীবাণুনাশক, বীজ, কিটনাশক, ট্রাক্টর, প্রসেসড খাদ্য, বেকারি পণ্য এবং কারিগরি সহায়তা নিয়ে খামারি ও ভোক্তার দোরগোড়ায় সেবা দিয়ে যাচ্ছে।

কর্মশালাগুলোতে ইয়নের গুণগতমান সম্পন্ন পণ্য খামারে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বলে খামারিরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং কর্তৃপক্ষের কাছে এর ধারাবাহিকতা ধরে রাখার অনুরোধ জানান।

কর্মশালা শেষে আগত খামারিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় রমজানের পবিত্রতা রক্ষা ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।