কোয়ালিটি ফিডস লিমিটেডের ৩০ বছর পূর্তি এবং এজেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর পূর্বাচলের স্বর্ণালী আবাসন প্রকল্পে অবস্থিত কোয়ালিটি গ্রুপের নিজস্ব ভবন কিউ সেন্টারের পার্শ্ববর্তী এরিনা মাঠে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
উক্ত কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান এম কায়সার রহমান, সম্মানিত ভাইস চেয়ারম্যান শাহরিয়ার হোসেন, এবং ব্যবস্থাপনা পরিচালক এহতেশাম বি. শাহজাহান সহ সম্মানিত সকল বোর্ড পরিচালক বৃন্দ। এছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারা দেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন সারা দেশ থেকে প্রায় একহাজার দুইশর অধিক এজেন্ট, শতাধিক খামারি এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ২০২৩-২০২৪ সালের মোট ফিড বিক্রয়ের উপর ভিত্তি করে সারাদেশ থেকে মোট ১১৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় টয়োটা এক্সিও ব্রান্ড নিউ কার এবং বিভিন্ন ক্যাটাগরির খামারিকে বিশেষ সম্মাননা স্মারক এবং গিফট ভাউচার প্রদান করা হয়।