দেশের অন্যতম প্রধান ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড এর উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তিক খামারিদের অংশগ্রহণে সারাদেশে খামার ব্যবস্থাপনা বিষয়ক ১৬০ টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠত এসব সেমিনারে ৫৫০০ জনের অধিক খামারিবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রাণিসম্পদ সেক্টরের যুগোপযোগী কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি কোয়ালিটি ফিডস খামারিদের দোরগোড়ায় শতভাগ নিরাপদ গুণগত মানসম্পন্ন খাদ্য তৈরি ও সরবরাহ করে আসছে। এছাড়াও গবাদিপশু, মৎস্য ও পোল্ট্রি খামারিদের আরও দক্ষ হিসাবে গড়ে তুলতে আধুনিক খামার ব্যবস্থাপনা, গবাদি পশু স্বাস্থ্য ও প্রজনন ব্যবস্থা, খাবার ব্যবস্থাপনা, কম খরচে অধিক লাভ, মৌসুমী খামার ব্যবস্থাপনা, ফিস কালচার, পোনা ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, ভ্যাক্সিনেশন, ব্রুডিং ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে কোয়ালিটি ফিডস লিমিটেড এর বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রশিক্ষণ প্রদান করছেন যার মাধ্যমে খামারিরা খামার ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ হয়ে উঠছেন।
এ প্রসঙ্গে কোয়ালিটি ফিডস লিমিটেড এর এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং এফেয়ার্স) আশরাফ উদ্দীন মোল্লা বলেন, পণ্যের গুণগতমান যত ভালই হোক না কেন যদি, খামার ব্যবস্থাপনা ভাল না হয় তাহলে শত চেষ্টাতেও খামারিরা লাভবান হতে পারবেনা। সেক্টরের পাশাপাশি খামারিদের কল্যাণ নিশ্চিত করতে হলে অবশ্যই তাদেরকে প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। কেননা সঠিক খামার ব্যবস্থাপনা ও পরিচালনার অভাবে পোল্ট্রি, গবাদিপশু এবং মাছ চাষে খামারিরা লাভবান হতে পারছেন না। প্রতি বছর বহু খামারি হতাশা নিয়ে খামার বন্ধ করে দিচ্ছেন।
তিনি আরও বলেন, গবাদিপশু লালন পালনের ক্ষেত্রে প্রচলিত লালন পালন ব্যবস্থার উপর নির্ভর না করে আধুনিক খামার ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে। কেননা খামারিরা আর্থিকভাবে লাভবান না হলে সেক্টর সংশ্লিষ্ট কেউই লাভবান হতে পারবেনা। কোয়ালিটি ফিডস সব সময় খামারিদের স্বার্থে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার গুলোর আয়োজন করে যাচ্ছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেমিনারে অংশগ্রহণকৃত খামারিরা জানান, প্রচলিত পদ্ধতিতে হাস-মুরগি, গরু-ছাগল ও মাছ চাষ করে আসছেন। এইসব সেমিনারের মাধ্যমে অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারছেন। যা বাস্তবিক প্রয়োগের ফলে খামার পরিচালনা অনেক সহজতর হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলেও তারা জানান।
উল্লেখ্য যে, সেমিনারে উপস্থিত সকল খামারিদের সঠিকভাবে খামার পরিচালনার জন্য পোল্ট্রি, গবাদিপশু এবং মাছ চাষের নির্দেশিকা বই প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে উপহার স্বরূপ সকলকে ১ টি করে ছাতা, টি-শার্ট, নোট-বুক, কলম প্রদান করা হয়।