কেজিতে ৪০ টাকা বেড়েছে সোনালী মুরগির দাম

দাম বাড়তে বাড়তে গত দুই দিন আগে ৪০০ টাকা ছাড়িয়েছে সোনালী মুরগির দাম। খুচরা বাজারে ৪০০-৪১০ টাকায় বিক্রি হওয়া মুরগির কেজিপ্রতি ৪০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। বর্তমান পরিস্থিতিতে সোনালী মুরগির সংকটের কারণে দাম বেড়েছে বলে দাবি করছে ব্যবসায়ীরা

রাজধানীর মোহাম্মদপুর টাউনহল, কাটাসুর, হাতিরপুল, রামপুরা, সেগুনবাগিচা, নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

আরও পড়ুনঃ ডিমের ডজন ১৫০ ব্রয়লারের কেজি ২২০

এসব বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৩০-৪৫০ টাকা। যা দুই সপ্তাহের ব্যবধানে প্রায় ১০০ টাকা বেশি। তবে ব্রয়লার ২২০-২৩০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। আবার বাজারে ফার্মের মুরগির ডিমের দামও এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা দরে ঠেকেছে। পাড়া মহল্লার দোকানে রাখা হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা ডজন পর্যন্ত।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে উৎপাদন ব্যহত হবার পাশাপাশি খামারে অনেক মুরগি মারা গেছে। যার কারণে বাজারে সরবরাহ কমে গেছে। এতে করে দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।