কেজিতে ১০ টাকা কমেছে আলুর দাম

ভারত থেকে আলু আমদানির ঘোষণায় কেজি প্রতি ১০ টাকা কমেছে আলুর দাম। সম্প্রতি সরকার দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে। যারফলে পাইকারি থেকে খুচরা বাজার সবর্ত্রই কমেছে দাম।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার যে দেশীয় আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেটি আজ কমে বিক্রি হচ্ছে ২৪ থেকে ৩০ টাকা। আলুর দাম কমায় ক্রেতারা চাহিদামতো বেচাকেনা বেড়েছে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ভরা মৌসুমে যখন আলুর দাম ঊর্ধ্বমুখী। দেশে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আলু আমদানির অনুমতি দিয়েছে। আমি নিজে দুই হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছি। ইতোমধ্যেই ব্যাংকে সব প্রসেস কমপ্লিট করে ফেলেছি। সামনে সপ্তাহে ভারত থেকে আলু আমদানি করতে পারব। আলু বাজারে এলে দাম অনেক কমে যাবে বলেও তিনি জানান।