বংলাদেশে প্রতিবছর ৬৯ হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে যাচ্ছে। সেজন্য আগামীতে এই স্বল্প রিসোর্স নিয়ে আমাদের কিভাবে টেকনোলজির সাথে এডাপ্ট করা যায় সে বিষয়ে ব্যাপক কাজ করতে হবে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণেও আমাদের মনোনিবেশ করতে হবে। বর্তমান সময়ে কৃষি খাতে প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি চলে আসছে। অদূর ভবিষ্যতে এআই টেকনোলজিও চলে আসবে। তাই কৃষি সেক্টরের যুগোপযোগী কাঙ্ক্ষিত টেকসই উন্নয়নের জন্য কৃষি গ্রাজুয়েটদের এগিয়ে আসতে হবে।
গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২৪, ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত সিটি ইউনিভার্সিটি’তে কৃষি অনুষদের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত “Career at Agriculture Sector in Bangladesh: Scope, Opportunities and Qualities Expected from the Aspirants” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সেমিনারের কি-নোট স্পিকার মোমিন উদ দৌলা।
সেমিনারে উপস্থিত কৃষি গ্রাজুয়েটদের উদ্দেশ্যে ইয়ন গ্রুপের চেয়ারম্যান মোমিন উদ দৌলা আরও বলেন, কৃষি সেক্টর এমনি একটি সেক্টর যা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। ইতোমধ্যে কৃষিতে ব্যাপক রূপান্তর ঘটেছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই কৃষি সেক্টরকে আধুনিকায়ণ করার মাধ্যমে কৃষি বিপ্লব ঘটানোর এখনই উপযুক্ত সময়। আর এ লক্ষ্যে এখনই তোমাদের নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে। অন্যান্য সেক্টরে কাজ/সেবা প্রদানে আত্মনিয়োগ না করে কৃষি সেক্টরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। কৃষি গ্রাজুয়েটদের মধ্য থেকে ৩০-৪০% গ্রাজুয়েটও যদি এগ্রিকালচার সেক্টরের উন্নয়নে এগিয়ে আসে তাহলে এই সেক্টর আরও দ্রুততার সাথে উন্নতির দিকে ধাবিত হবে। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার লুৎফর রহমান (অবঃ)। তিনি এই ধরনের একটি যুগোপযোগী সেমিনার আয়োজন করায় কৃষি অনুষদের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন এই সিটি ইউনিভার্সিটির কৃষি অনুষদের গ্রাজুয়েটরা এদেশের কৃষি সেক্টরের উন্নয়নে অবদান রাখবে। সিটি ইউনিভার্সিটির সাথে ইয়ন গ্রুপের একটি MOU চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা প্রকাশ করেন। যার মাধ্যমে এখানকার কৃষি গ্রাজুয়েটরা ইন্টার্নশীপের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়ন করতে সক্ষম হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি ইউনিভার্সিটি এর প্রো ভাইস চ্যান্সেলর এন্ড ডিরেক্টর প্রফেসর কাজী শাহাদাৎ কবীর অনুষ্ঠানের কি-নোট স্পিকার এবং ইয়ন গ্রুপের চেয়ারম্যান মোমিন উদ দৌলাকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন ইয়ন গ্রুপ তাদের বিভিন্ন ফার্মে ছাত্র-ছাত্রীদের পরিদর্শনের সুযোগ করে দেয়ার মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।
উক্ত সেমিনারে চেয়ার হিসাবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটি এর কৃষি অনুষদের বিভাগীয় প্রধান ড. কাজী মোস্তাক মাহমুদ। এহাড়াও উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটি এর কৃষি অনুষদের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ।