দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ৩ দিনব্যাপী Annual Business Conference 2025.
সম্প্রতি দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের হোটেল “সিগ্যালে” ৩ দিনব্যাপী এই Annual Business Conference অনুষ্ঠিত হয়।
উক্ত কনফারেন্স-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ)।
প্রধান অতিথির বক্তব্যে ইয়ন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা বলেন, ইয়ন গ্রুপ শুধুমাত্র একজন ব্যক্তির নয় এটি প্রত্যকে ইয়নার্সদের প্রতিষ্ঠান। আমাদের প্রত্যেক ইয়নার্সদেরকে অনারশীপের মাধ্যমে কাজ করতে হবে। আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করে যেতে পারি তাহলে, আগামীতে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শুরু থেকেই ফার্মিং এর টোটাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে ইয়ন গ্রুপ। পাশাপাশি খামারি ও কৃষকদের স্বার্থে নিজস্ব গবেষণা ও জ্ঞানের মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। এসময় তিনি কোম্পানির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ দিনব্যাপী এই কনফারেন্স-এ সমবেত হওয়ার জন্য সকল ইয়নার্সদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত কনফারেন্স-এ স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ন এগ্রো ইণ্ডাস্টিজ লিঃ এর চীফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ জাবিদ হাসান এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ)।

এছাড়া আরও বক্তব্য প্রদান করেন ইয়ন ফুডস লিঃ এর চীফ অপারেটিং অফিসার (সিওও) সুলতান মাহমুদ, চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ শামসুজ্জোহা, জেনারেল ম্যানেজার (ফিড) মোহাম্মদ শাহজাহান, জেনারেল ম্যানেজার (এনিমেল হেলথ ও একুয়া) মনসুর আলম দীপু প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় ৪৫টি পুরস্কার সম্বলিত আকর্ষণীয় র্যাফেল ড্র।
উল্লেখ্য, উক্ত ৩ দিনব্যাপী বিজনেস কনফারেন্স উপলক্ষ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেলস টিমের সদস্য এবং প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ৬০০ জন ইয়নার্স অংশগ্রহণ করেন। সকল ইয়নার্সদের পদচারণায় মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে কক্সবাজারের প্রথম পাঁচ তারকা হোটেল “সিগ্যাল” প্রাঙ্গন।