এশিয়া-আফ্রিকা ব্লুটেক সুপারহাইওয়ে প্রকল্পের যাত্রা শুরু

ওয়ার্ল্ডফিশ পরিচালিত যুক্তরাজ্য সরকারের ব্লু প্লানেট তহবিলের অর্থায়নে এশিয়া-আফ্রিকা ব্লুটেক সুপারহাইওয়ে (এএবিএস) প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।

আজ ১২ মে ২০২৪, ঢাকার একটি স্থানীয় হোটেলে ওয়ার্ল্ডফিশের আয়োজনে ওয়ার্ল্ডফিশের বায়োসায়েন্স ডিরেক্টর ডঃ রডরিগ ইয়োসা এর সভাপতিত্বে এশিয়া-আফ্রিকা ব্লুটেক সুপারহাইওয়ে (এএবিএস) প্রকল্পের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ আলমগীর, বাংলাদেশের জলজ কৃষি খাতকে শক্তিশালী করার জন্য এএবিএস প্রকল্পের মতো উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। মাছ চাষে উদ্ভাবনী সমাধানে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ওয়ার্ল্ডফিশের প্রশংসা করেন এবং প্রকল্পের সাফল্যের জন্য মৎস্য অধিদপ্তরের দৃঢ় সমর্থন অব্যাহত রাখার কথা পূনর্ব্যক্ত করেন।

এফসিডিও (ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস) এর জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা ও উপ-টিম লিডার এ বি এম ফিরোজ আহমেদ, এএবিএস প্রকল্পের মাধ্যমে উপকূলীয় জলজ চাষ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য জীবিকার উন্নতির গুরুত্বের ওপরও জোর দেন। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্য সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

বাংলাদেশে অ্যাকুকালচার ও মৎস্যচাষের অগ্রগতি অভূতপূর্ব উল্লেখ করে ওয়ার্ল্ডফিশের মহাপরিচালক এসাম ইয়াসিন মোহাম্মেদ বলেন, বাংলাদেশ অতীতে যেভাবে মৎস্য চাষে সফলতা লাভ করেছে তেমন এ প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড মাল্টি ট্রপিক অ্যাকুয়াকার ও প্রণোদনা ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা আরো সফলতা লাভ করবে।

কর্মশালার চেয়ারপার্সন ড. রডরিগ ইয়োসা এএবিএস প্রকল্পের প্রতি সমর্থন এবং একত্রে কাজ করার জন্য প্রতিশ্রুতি প্রদান করায় সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মোঃ জুলফিকার আলী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) এর মহাপরিচালক এবং এ বি এম ফিরোজ আহমেদ, ও বিনয় কুমার বর্মন, ওয়ার্ল্ডফিশের ইনটেরিম কান্ট্রি রিপ্রেজেনটেটিভ । এছাড়াও মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ উপস্থিত ছিলেন।