দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন বায়ো সায়েন্স লিঃ এর উদ্যোগে প্রায় ৮০ জন কৃত্রিম প্রজনন কর্মীর অংশগ্রহণে কৃত্রিম প্রজনন ও গাভী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর ২০২৪, বগুড়ার এনজিও ফোরামে ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা এর সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান বলেন, জনসাধারণের পুষ্টি চাহিদার পাশাপাশি দেশের অর্থনীতিতে ডেইরি সেক্টরের ভূমিকা অপরিসীম। এই সেক্টরের আরও যুগোপযোগী কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হলে অবশ্যই পেশাটাকে ব্যবসা হিসাবে বিবেচনা না করে সার্ভিস হিসাবে বিবেচনা করতে হবে।
প্রধান আলোচক ইয়ন বায়ো সায়েন্স লিঃ এর চীফ এডভাইজর ডাঃ মোঃ আইনুল হক বলেন, সেক্টরের টেকসই উন্নয়নে অবশ্যই কৃত্রিম প্রজনন ও গাভী ব্যবস্থাপনার দিকে মনোনিবেশ করতে হবে। সেজন্য আমাদের উন্নতমান ও জাতের সিমেন ব্যবহারের কোন বিকল্প নেই। ইয়ন বায়ো সায়েন্স সে লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইয়ন গ্রুপ দেশ ও খামারিদের স্বার্থে কাজ করে যাচ্ছে। ডেইরি সেক্টরের উন্নয়নে উন্নত ফার্ম ম্যানেজমেন্ট এবং টেকনোলজির সন্নিবেশ ঘটিয়ে এ শিল্পকে সামনে এগিয়ে নিতে হবে। কেননা ফার্ম ম্যানেজমেন্ট ও টেকনোলজির ব্যবহারের কোন বিকল্প নেই। পাশাপাশি প্রয়োজন গাভীর উন্নত জাতের সম্প্রসারণ। ইয়ন ক্যাটেল জেনেটিক্স ব্যবহার করে প্রতিটি খামারিই লাভবান হবে বলে আশা করছি।
সভাপতি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, দেশ ডেইরি সেক্টরে উন্নত হলে দুধ উৎপাদন বাড়ার পাশাপাশি বিদেশ থেকে পাউডার দুধ আমদানি কমবে, এতে করে সাধারণ জনগণের দুধ খাওয়ার হার বাড়বে এবং দেশ মেধাবী জাতিতে পরিণত হবে।
দিনব্যাপী এ কর্মশালায় ইয়ন বায়ো সাইন্স এর উৎপাদিত সিমেন, বাছুর, সাইলেজ ও দুধ এবং দুগ্ধজাত পণ্যের গুণগতমান সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি ইয়নের রুমিন্যান্ট এনিম্যাল হেলথ প্রোডাক্টস এবং ইয়ন ক্যাটল ফিড নিয়ে কর্মশালায় অংশগ্রহণ কারীদের ধারণা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডাঃ মোঃ জহুরুল ইসলাম, বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ফিড ডিভিশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, ইয়ন এ্যানিমাল হেলথ প্রোডাক্টস লিঃ এর জেনারেল ম্যানেজার মনসুর আলম, ইয়ন বায়ো সায়েন্স এর জেনারেল ম্যানেজার মাহমুদ আলম সহ প্রধান কার্যালয় এবং সেলস টিমের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে এআই কর্মীদের হাতে সনদ বিতরণের পাশাপাশি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।