দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিড মিলের মৎস্য উৎপাদন কার্যক্রম স্বচক্ষে অবলোকন করেন বিসিএস (মৎস্য) এন্ট্রি লেভেল এর ২৪ জন কর্মকর্তাগণ। এসময় কর্মকর্তাগণ ফিড উৎপাদন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করার পাশাপাশি অভিভূত হয়েছেন।
৮ এপ্রিল ২০২৫, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান এক্সেল ফিড লিমিটেড এর আয়োজনে বিসিএস (মৎস্য) এন্ট্রি লেভেল কর্মকর্তাগণের মৌলিক প্রশিক্ষণ কোর্স-৬ এর আওতায় মৎস্য খাদ্য উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে এক্সেল ফিড লিমিটেড এর প্ল্যান্ট ম্যানেজার সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার মৎস্য একাডেমির উপ পরিচালক মাসুদ আরা মমি এবং ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।
পোল্ট্রি, গবাদিপ্রাণি ও মৎস্য খাদ্য উৎপাদনের প্রক্রিয়া, বিপণন এবং রেডি খাদ্য কিভাবে প্রাণীর উৎপাদন ক্ষমতা বাড়ায় এ সম্পর্কে বিসিএস কর্মকর্তাদের বিশদ ধারণা প্রদান করেন এক্সেল ফিড মিলের প্লান্ট ম্যানেজার সাজ্জাদ হোসেন। এসময় তিনি বলেন, এক্সেল ফিড সর্বদাই প্রাণিসম্পদ ও মৎস্য সেক্টরের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি খামারিদের লাভবান করতে শতভাগ নিরাপদ ও হালাল ফিড খামারিদের কাছে সরবরাহ করে আসছে। আমরা ফিডের কোয়ালিটির ব্যাপারে কখনই কম্প্রোমাইজ করিনা।
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন শেষে দেশব্যাপী খামারিদের দ্বারপ্রান্তে পৌঁছায় তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন প্ল্যান্ট ইঞ্জিনিয়ার মাসুম আলী এবং কিউসি ম্যানেজার কৃষিবিদ নাজমুল ইসলাম। এসময় বিসিএস কর্মকর্তাগণ স্বচক্ষে ফিড মিলের মৎস্য খাদ্য উৎপাদন কার্যক্রম দেখার পাশাপাশি ফিড উৎপাদন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পেরে উৎসাহ প্রকাশ করেন।