দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের আয়োজনে এক্সেল ফিড মিলে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে দিন ব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে ড্রিম ভিলেজ পার্কে দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবিত্রগ্রন্থ পাঠ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা ও আকর্ষণীয় র্যাফেল ড্র-এর মতো নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইয়ন ফিডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বলেন, “ইয়ন ফিডের সাফল্যের পেছনে আমাদের কর্মী ও সহযোগীদের অবদান অপরিসীম। এই বনভোজন আমাদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান। ছোটদের কবিতা আবৃতির মাধ্যমে সাহিত্যচর্চা এবং র্যাফেল ড্র-এর মাধ্যমে উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
ইয়ন ফিড মিলের এই আয়োজন কর্মী ও তাদের পরিবারবর্গের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ইয়ন ফিডের পক্ষ থেকে আগামীতেও এমন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্লাই চেইন ম্যানেজার আলমগীর হোসেন, একাউন্টস ম্যানেজার জয়দেব মজুমদার, প্লান্ট ম্যানেজার সাজ্জাদ হোসাইন, প্লান্ট ইঞ্জিনিয়ার মাসুম আলী সহ প্রধান কার্যালয় এবং ফ্যাক্টরির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ।