ইয়ন ফিডের উদ্যোগে ‘পোনা ও মৎস্য খাদ্য ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে ৪০ এর অধিক স্থানীয় মৎস্য চাষী নিয়ে ‘পোনা ও মৎস্য খাদ্য ব্যবস্থাপনা’ বিষয়ক একটি কর্মশালা আয়োজন করেছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৫, নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম এন্টারপ্রাইজের সহযোগিতায় ইয়ন ফিডের আয়োজনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মৎস্য খামারিদের স্বল্প খরচে গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য ব্যবহারের মাধ্যমে ডিম, দুধ, মাছ ও মাংস উৎপাদনে ইয়ন গ্রুপ কিভাবে কাজ করছে তা সম্বন্ধে ধারণা দেয়া হয়। এছাড়াও নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়নের নিজস্ব ফিড মিলে উৎপাদিত শতভাগ হালাল ও নিরাপদ মৎস্য খাদ্যের প্রয়োজনীয়তা, ব্যবহার বিধি এবং মাছের পোনা ও এ্যকুয়াকালচার মেডিসিন সম্পর্কে বিশদ আলোচনা করেন মৎস্যবিদ ওমর ফারুক বাবু।

উক্ত কর্মশালায় আগত খামারি ও ক্ষুদ্র ব্যবসায়িদের উদ্দেশ্যে ইয়ন ফিডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহ্জাহান বলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার করলে উৎপাদিত পণ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হওয়ার পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণ হয়, আর সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে ইয়ন গ্রুপ তার শুরু থেকেই মৎস্য খামারিদের মাছের পোনা, স্বাস্থ্যকর ও হালাল খাদ্য, এ্যকুয়াকালচার মেডিসিন, জীবাণুনাশক ও কারিগরি সহায়তা নিয়ে খামারিদের দোরগোড়ায় সেবা দিয়ে যাচ্ছে। এসময় ইয়নের গুণগতমান সম্পন্ন পণ্য খামারে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বলে কয়েকজন খামারিরা সন্তুষ্টি প্রকাশ করেন।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইয়ন ফিডের নরসিংদী এরিয়া ম্যানেজার হারুনু-অর রশিদ, এ্যকুয়া টেকনিক্যাল সার্ভিস অফিসার সালেহ আহমেদ এবং সিয়াম এন্টার