দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ইফতার মাহফিল।
আজ ১৯ মার্চ ২০২৫, রাজধানীর তেজগাঁওস্থ ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রধান কার্যালয়ের ইয়ন কনভেনশন সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা। মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইহইয়া উস সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মাদানী।
পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিষদ আলোচনা করেন শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মাদানী। তিনি বলেন, রমজান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আগামীতে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এছাড়াও তিনি ইসলামের ৫টি স্তম্ভ সালাত, হজ, রোজা, যাকাত ও কালেমা যথাযথভাবে পালন করার আহবান জানান।
উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ), নির্বাহী পরিচালক এবিএ সাহিদ উদ দৌলা, ইয়ন এগ্রো ইণ্ডাস্টিজ লিঃ এর চীফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ জাবিদ হাসান, ইয়ন ফুডস লিঃ এর চীফ অপারেটিং অফিসার (সিওও) সুলতান মাহমুদ, চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ শামসুজ্জোহা, জেনারেল ম্যানেজার (ফিড) মোহাম্মদ শাহজাহান, জেনারেল ম্যানেজার মনসুর আলম দীপু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দের পাশপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।