দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন কনভেনশন সেন্টার (ইসিসি) পবিত্র রমজান উপলক্ষ্যে আকর্ষণীয় কর্পোরেট ইফতার পার্টি ও জমকালো বুফের আয়োজন করেছে।
জমকালো এই আয়োজনে থাকছে ইফতারির পাশাপাশি সুস্বাদু বুফে ডিনার উপভোগ করার সুবর্ণ সুযোগ মাত্র ৭৫০ এবং ৮৫০ টাকায়, সঙ্গে থাকছে টেকওয়ের সুবিধা। একটি উপভোগ্য ইফতারি ও বুফে ডিনারের জন্য কর্পোরেট রিজার্ভেশন দিলে পাওয়া যাবে একটি আধুনিক সাজসজ্জা ও ১২০টি চেয়ার সম্বলিত ডেকোরেটেড ভেন্যু, যার চার্জ একদম ফ্রি।
পবিত্র রমজান উপলক্ষ্যে কর্পোরেট ইফতার এবং বুফে ডিনার মেনু ১ ক্যাটাগরিতে ইফতারে থাকবে খেজুর, লেমন জুস, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, ডিম চপ, ভেজিটেবল পাকোড়া , জিলেপি, চিকেন হালিম, মাল্টা স্লাইস, আপেল স্লাইস, ফ্রাইড চিকেন, মিনারেল ওয়াটার এবং ডিনারে থাকবে চিকেন তেহারি, জালি কাবাব, ফিরনি কাপ, সফট ড্রিংকস। এই সব গুলো আইটেমই পাচ্ছেন মাত্র ৭৫০ টাকায়।
কর্পোরেট ইফতার এবং বুফে ডিনার মেনু ২ ক্যাটাগরিতে থাকবে খেজুর, লেমন জুস, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, ডিম চপ, ভেজিটেবল পাকোড়া , জিলেপি, চিকেন হালিম, মাল্টা স্লাইস, আপেল স্লাইস, ফ্রাইড চিকেন, মিনারেল ওয়াটার এবং বুফে ডিনারে থাকবে বিফ তেহারি, জালি কাবাব, ফিরনি কাপ, সফট ড্রিংকস। এই সব গুলো আইটেমই পাওয়া যাবে মাত্র ৮৫০ টাকায়।
এছাড়াও ইসিসিতে থাকছে ক্যাটারিং এবং ডেলিভারি সার্ভিস সুবিধা। যেখানে পাওয়া যাবে ৪টি সেট মেন্যু। যার দাম যথাক্রমে ২৫০ টাকা, ৩৫০ টাকা, ৪৫০ টাকা, ৫৫০ টাকা। এছাড়াও ভোজনরসিকদের চাহিদা অনুযায়ী সব ধরনের মেনু কাস্টমাইজ করেও নিতে পারবেন।
উল্লেখ্য যে, কর্পোরেট ইফতার পার্টি কিংবা বুফে ডিনার আয়োজনের জন্য যোগাযোগ করুন ০১৭০৮৪৯৫২১২ অথবা ০১৭৩১১৭৪১২০ নাম্বারে কিংবা ইমেইল করতে পারেন [email protected] । এছাড়াও অগ্রিম বুকিং এর মাধ্যমে ৩০৪, তেজগাঁও শি/ এ, ঢাকা, ইয়ন কনভেনশন সেন্টার-এ সরাসরি এসেও চাহিদা অনুযায়ী ইফতারি/ডিনার ক্রয় করতে পারবেন।