ইয়ন অ্যানিমেল হেলথ এর উদ্যোগে রিজিওনাল মিট অনুষ্ঠিত

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান  ইয়ন অ্যানিমেল হেলথ প্রোডাক্টস লিমিটেড এর উদ্যোগে দেশের বগুড়া, খুলনা, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের সেলস টিম, এরিয়া ম্যানেজার, ও বিভাগীয় কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে  রিজিওনাল মিট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইয়ন গ্রুপ শুধুমাত্র একজন ব্যক্তির নয় এটি প্রত্যকে ইয়নার্সদের প্রতিষ্ঠান। আমাদের প্রত্যেক ইয়নার্সদেরকে অনারশীপের মাধ্যমে কাজ করতে হবে। আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করে যেতে পারি তাহলে, আগামীতে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হব ।

বক্তারা আরও বলেন, এগ্রিকালচার সেক্টরের সকল পর্যায়ে সরাসরি ব্যবসা ও সেবা প্রদানের মাধ্যমে এই সেক্টরকে উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শত প্রতিকুলতা সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হইনি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

“ডেস্টিনেশন ডিজনিটি” শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ, হেড অফ বিজনেস, রিয়াজ আহমেদ, এজিএম এইচআর, সালেহিন মিয়া, মার্কেটিং ম্যানেজার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বগুড়া, খুলনা, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের সেলস টিম, এরিয়া ম্যানেজার, ও বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।