আহকাব নির্বাচন ২০২৫–২০২৭: আলফা প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

এ্যানিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষ্যে আলফা প্যানেলের প্রার্থীগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে ২০২৫, রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজায় নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার এ আর এম তাইবুর রহমানের সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচনে আলফা প্যানেলের সদস্যগণকে উপস্থিত ভোটারগনের নিকট পরিচয় করিয়ে দেন।

উক্ত সভায় আলফা প্যানেলের মেনিফেষ্টো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্যানেলের দলনেতা সায়েম উল হক। এসময় তিনি সদস্য নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবসা পরিবেশ বজায় রাখা, সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার, জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, সদস্যদের জন্য হেল্প ডেস্ক ও আইনি সহায়তা চালু, কার্যক্রমের ডিজিটালাইজেশন ও নবায়ন প্রক্রিয়ায় অটোমেশন চালুর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারগণের নিকট ভোট প্রত্যাশা করেন।

উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের অপর সদস্য আব্দুল গোফরান। এছাড়াও  আলফা প্যানেলের সকল প্রার্থীগণ ছাড়াও বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আলফা প্যানেল থেকে নির্বাচন করছেন নোভিভো হেলথ কেয়ার লিঃ এর চেয়ারম্যান সায়েম উল হক, সেঞ্চুরী এগ্রো লিঃ এর ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন, এফটিডিসি ট্রেড এন্ড কনসালটেশন এর সিইও ডাঃ এসএমএফবি আবদুস সবুর, বেঙ্গল এগ্রোভেট লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর তারেক মাহমুদ খান, প্ল্যানেট ফার্মা লিঃ এর ডিরেক্টর  মো. মোসলেহ উদ্দিন, সেইফ বায়ো প্রোডাক্টস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর  মোহাম্মদ সরোয়ার জাহান, ওরিয়েন্টাল ফার্মা এগ্রোভেটস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, আরআর এগ্রো ট্রেডার্স এর সিইও মোহাম্মদ রাশেদুল জাকির, এভোন পোল্ট্রি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  মো. মাহাবুব হাসান, রেডিয়ান্স এনিমেল হেলথ এর সিইও মো. তসলিম খান, হোভারস এগ্রোভেট লিঃ এর ডিরেক্টর খন্দকার রকিবুল ইসলাম, এরেনা এগ্রো লিঃ এর সিইও খন্দকার মুহাম্মদ মাহমুদ হোসেন, এভান্স এশিয়া লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফয়জুর রহমান, এমএইচকে এগ্রো লিঃ এর চীফ এক্সিকিউটিভ মো. মোজাম্মেল হক খান এবং গ্রোটেক এনিমেল হেলথ এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ তারেক সরকার।