পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন Animal Health Companies Association of Bangladesh (AHCAB)- এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ মার্চ ২০২৫, রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে এই বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আগত সকল অতিথিবৃন্দকে আহকাব-এর সভাপতি সায়েম উল হক এবং মহাসচিব মোহাম্মদ আফতাব আলম স্বাগত জানান। এসময় তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা ও নীতি সহায়তার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষা ও মুসলিম উম্মাহর জন্য সার্বিক কল্যাণ কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কৃষিভিত্তিক সংবাদমাধ্যম ব্যক্তিবর্গ, আহকাব এর সকল সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।