দেশের মাটিতে আপেল চাষে ব্যাপক সফলতা্র পাশাপাশি চমক সৃষ্টি করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ইমরুল আহসান। চলতি বছর আপেল গাছে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন জাতের আপেল।
জানা যায়, ইমরুল আহসান পেশায় একজন কৃষিবিদ। তিনি দিনাজপুর হটিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকতা হিসাবে কর্মরত রয়েছেন। চাকরির পাশপাশি কৃষিকাজের সাথে জড়িত আছে। তার কাজে সহায়তা প্রদান করেন তার স্ত্রী শাহানারা বেগম। তিনিও একজন কৃষিবিদ। ২০২১ সালে প্রথম সামার রাম্বু, হরিমন ৯৯, আন্না, কাশমেরি জাতের আপেলের চারা রোপণের মাধ্যমে বাগানের কার্যক্রম শুরু করেন।
আহসান জানান, গতবছরে ২টি গাছে ৫০ টির মতো ফল আসে। কিন্তু, চলতি বছর বাগানে ২৫ টি গাছের মধ্যে ১০টি গাছে আনুমানিক ১৫০০ এর অধিক ফল ধরেছে। প্রতিটি গাছের উচ্চতা ৮ থেকে ১০ ফুটের মতো।
তিনি আরও জানান, আপেল ফল টিকানোর জন্য প্লান মাফিক সঠিক পুষ্টি উপাদান ও বেশ কিছু হরমোনাল ট্রিটমেন্ট লাগে যার সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারলে এই অঞ্চলে আপেল উৎপাদন সম্ভব। প্রতিদিন অনেক মানুষ তার বাগানে ভীড় করেন, অনেকে আবার তার কাছ থেকে পরামর্শও নিতে আসছেন।