আসন্ন রমজান মাসে পেঁয়াজের বাজারে লাগাম টানতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এরই প্রেক্ষিতে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।
সোমবার (০৪ মার্চ) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ অনুমতি দেওয়া হয়েছে। ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (এনসিইএল) নামের একটি সংস্থা বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে।
আরও পড়ুনঃ ঢাকায় ৬০০ টাকা কেজি দরে বিক্রি হবে গরুর মাংস
এর আগে ভারতের পেঁয়াজ উৎপাদন কম হওয়ায় দাম বাড়তে থাকে। দাম নিয়ন্ত্রনে রাখতে রপ্তানি নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। নিষেধাজ্ঞা আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকলেও বিশেষ বিবেচনায় বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সম্প্রতি ভারত সফরে আসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়া দিল্লিতেই বসেই জানিয়েছিলেন, রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি বাংলাদেশ যাতে পায় সে বিষয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়ালের সঙ্গে কথা হয়েছে।