হাওরে বোরো ধানের বাম্পার ফলনে খুশি চাষিরা

চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় হাওরাঞ্চলে বিশেষ করে হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সঠিক সময়ে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি না হওয়ায় প্রতি বছরের ন্যায় এ বছর ধানের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও বর্তমানে বৃষ্টির সম্ভাবনা না থাকায় সঠিকভাবে ধান হারভেস্ট করার পর্যাপ্ত সময় পাচ্ছেন চাষিরা। এছাড়াও বাজারে ধানের ভাল দামও পাবেন বলে আশা করছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি বছর বোরো ধানের আবাদ বেশি হবার পাশাপাশি বাম্পার ফলনের কারণে উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। কেননা প্রতি বছর নানা কারণে ধানের উৎপাদন ব্যহত হত। অতিবৃষ্টির কারণে অনেক সময় হাওরে আগাম বন্যাও দেখা দেয়। এতে পাকা, আধাপাকা ধান তলিয়ে যায় বানের পানিতে। এবার হবিগঞ্জে ঝড়বৃষ্টি, বন্যার আশঙ্কা নেই। কৃষকরা ঠিকঠাক মতো ধান তুলতে পারছেন।

কৃষক মাহবুবুর রহমান জানান, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। খুব ভালো ফসল হয়েছে। আবহাওয়াও অনুকূলে আছে। তাই ধান ঠিকঠাক মতো তোলা যাচ্ছে। শুকানোও যাচ্ছে। এ বছর ধান তুলতে পেরে আমরা আনন্দিত। আশা করি দামও ভালো পাবো।

আব্দুল জব্বার বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের হাওরের ধান পানিতে তলিয়ে যায়। এ বছর আমরা সরকার থেকে দেওয়া নতুন ব্রি জাতের ধান চাষ করেছি। এগুলো একটু আগেই পাকে। তাই আমরা আগে কেটে নিতে পেরেছি। ফলন ভালো পেয়ে আমরা আনন্দিত।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু সাইদ বলেন, এবার ধানের ফলন ভালো হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে ফলে আশা করা যায় ঠিকঠাকভাবে সকল ফসল চাষিরা ঘরে তুলতে পারবে। এছাড়াও আগাম কাটার কারণে দামও বেশি পাবেন বলে আশা করছি। কৃষি বিভাগের পক্ষে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।