ফজলুর রহমান, রংপুর: রংপুরের পীরগাছায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় ১শ ৫০জন পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৯ ফেব্রুয়ারি) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরম্নমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এতে প্রশিড়্গণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চল পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, জেলা পাট গবেষণা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রিফাত আব্দুলস্নাহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পরিতোষ চন্দ্র, গঙ্গাচড়া উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।
পাটের তৈরি পণ্য ব্যবহারের জোর তাগিদ দিয়ে বক্তারা বলেন, পাটের তৈরি পণ্য ব্যবহার করতে হবে। পাট দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, শাড়ি, জুতা, স্যান্ডেল, বিছানার চাদর, পর্দা সোফার কভার, কার্পেটসহ ২শ ৮০ ধরনের পণ্য। পাটের তৈরি পণ্য ব্যবহার করলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।