বাংলাদেশের মাটিতে মাল্টা চাষ করে বাজিমাত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সফল চাষি রুবেল আলী। চলতি বছর ৪ হাজার গাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।
জানা যায়, ২০২০ সালে ২৬ বিঘা জমিতে বারি-১ জাতের মাল্টার ৩ হাজার চারা রোপণের মাধ্যমে মাল্টার চাষ শুরু করেন। ইতোমধ্যে প্রায় সব গাছেই ফল আসা শুরু করেছে। বাগানটি করতে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান রুবেল। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর প্রায় ৪০ লাখ টাকার মাল্টার বিক্রির সম্ভাবনা রয়েছে।
রুবেল জানান, ইউটিউবে মাল্টার চাষ সম্পর্কিত একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হই। পরবর্তীতে ২৬ বিঘা জমি লিজ নিয়ে ৩ হাজার গাছ রোপণ করি। ফলন ভাল হলে আরও ১ হাজার চারা লাগাই। বাগানের পরিচর্যায় প্রায় ৩০ লাখ টাকা খরচ হলেও গত বছরেই সব টাকা উঠে আসে। ইতোমধ্যে ১০০-১২০ টাকা কেজি দরে মাল্টা বিক্রি শুরু করেছি। আশা করছি এ বছর ৪০ লাখ টাকার ফল বিক্রি করতে পারব।
তিনি আরও বলেন, আমার বাগানের মাল্টা খেতে অনেক সুস্বাদু। এছাড়াও মাল্টা বাগান শুরু করার পর ভালই সাড়া পাচ্ছি। বাগানে ২০ জনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমার দেখাদেখি অনেকেই মাল্টা বাগান শুরু করেছে। আমি যথাসাধ্য বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছি।
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন, রুবেলের বাগানে সবুজ ও হলুদ দুই ধরনের মাল্টা রয়েছে। তার বাগানে মাল্টার বাম্পার ফলন এসেছে। এসব মাল্টা অন্যান্য মাল্টার চেয়ে খেতেও অনেক সুস্বাদু ও মিষ্টি। কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেবা মূলক পরামর্শ ও সহযোগীতা প্রদান করে যাচ্ছি।