ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ২০২৪ তারিখে ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট আওয়ামিলীগের অতিআস্থাভাজন মহাপরিচালক সহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ বহাল তবিয়তে স্বপদে বহাল থাকার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)।
আজ ১০ নভেম্বর ২০২৪, রাজধানীর খামারবাড়িস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এই বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে সভাপত্বি করেন দি ভেট এক্সিকিউটিভ এর সভাপতি ডাঃ রেজাউল করিম মিয়া। ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ডাঃ কবির উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক, দি ভেট এক্সিকিউটিভ ডাঃ হারুনুর রশীদ, ডাঃ খান সোহেল, ডাঃ শাহাদত হোসেন পারভেজ, ডাঃ শাহজাহান সাজু, ডাঃ তাপস, ডাঃ তপু, ডাঃ আলমগীর প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামিলীগের সময়ে নিয়োগ প্রাপ্ত সকল দুর্নিতিবাজ প্রকল্প পরিচালককে বদলী করতে হবে। আওয়ামী সুবিধভোগী বিসিএস লাইভস্টক একাডেমীর পরিচালক শাহ জামান খান এর পরিচালক কৃত্রিম প্রজনন হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, শাহজামান খান তুহীন গত চার আগস্ট অধিদপ্তরের মহাপরিচালক ডা রেয়াজুল হকের নেতৃত্বে আয়োজিত শান্তি সমাবেশে অগ্রণী ভূমিকা পালন করেন এবং শেখ হাসিনাতেই আস্থা প্রকাশ করেন। এর ফলস্বরুপ আওয়ামীলীগের আমলে নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক তাকে পুরষ্কারসরুপ অধিদপ্তরে পদায়নের প্রস্তাব করেন। বক্তারা আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা ভ্যাব এর নেতৃত্বে সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দেন এবং প্রয়োজনে মহাপরিচালক সহ সকল প্রকল্প পরিচালকের রুমে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন।