ফ্রান্স ও যুক্তরাজ্যে রপ্তানি করা হয়েছে রাজশাহীর আম। মৌসুমের প্রথম চালানে মোট ২ টন আম সুদূর ইউরোপের দেশ দুটিতে পাঠান হল।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসম্মতভাবে আমের উৎপাদন, নিরাপদ ও খাদ্যমান রক্ষা, পরিবেশ সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কৃষিকর্মীর স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আম রপ্তানি করা হয়েছে। নিরাপদ ও খাদ্যমান রক্ষার মধ্যে রয়েছে ফসল সংগ্রহের পর সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনায় ২০১৬ সাল থেকে বাঘার আম বিদেশে রপ্তানি করা হচ্ছে।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, রপ্তানিকারক দেশের ডিমান্ড অনুযায়ী আম উৎপাদন করা হয়েছে। আমের গুনগতমান রক্ষার জন্য সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। আমের গুণগতমান যাচাই পূর্বক এখান থেকে আমের সঙ্গে একটি প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে। পাশাপাশি প্যাকিং হাউস অ্যান্ড কোয়ারেন্টিন সেন্টার থেকে আরেকটি প্রত্যয়নপত্র নেয়ার মাধ্যমে রপ্তানি করা হবে। আগামীতে আরও বেশি পরিমাণ আম বিদেশে রপ্তানি করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।