ডিমের ডজন ১১০ টাকা, হতাশ খামারিরা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কমেছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে কমেছে ৫-১০ টাকা টাকা। ফার্মের মুরগির ডিম এখন ১১০ টাকা ডজন। ডিমের দাম কমে যাওয়ায় হতাশ হয়ে পড়ছেন দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিরা।

রাজধানীর নাখালপাড়া, তেজগাঁও, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে ফার্মের সাদা ডিম ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকা। তবে কেউ যদি এক খাচি ডিম (৩০ টি) নেয় তাহলে দাম পড়ছেন ২৭০ টাকা। সাদা ডিমের দামের তুলনায় বাদামি ডিমের দাম খাচিতে ২০ টাকা বেশি। প্রতি হালি সাদা ডিম খুচরায় বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা দরে। এছাড়াও প্রতি ডজন হাঁসের ডিম ২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দাম কমায় ক্রেতাদের মাঝে যেমন স্বস্তি ফিরেছে তেমনি হতাশ হয়ে পড়ছেন প্রান্তিক খামারিরা। খামারিরা বলছেন, প্রতি পিস ডিম উৎপাদন করতে খরচই আছে প্রায় ১২ টাকা। যেখানে প্রতি পিস ডিম বিক্রি করতে হচ্ছে ৯ টাকারও নিচে। এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোন উপায় থাকবেনা।