চালের দাম কমলেও সুফল পাচ্ছেনা ক্রেতারা

চালের মোকামগুলোতে দাম কমলেও খুচরা বাজারে এর কোন প্রভাব পড়েনি। যারফলে চালের দাম মিলগেটে কেজিতে ৮-১০ টাকা পর্যন্ত কমলেও খুক একটা সুফল পাচ্ছেনা সাধারণ ক্রেতারা।

মিল গেটে বাছাইকৃত সরু চাল মানভেদে প্রতিকেজি বিক্রি হয়েছে ৬৩ টাকায়। এর থেকে কমেও বিক্রি হয়েছে কোনো কোনো মিলে। ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছিল ৩ হাজার ২০০ থেকে ২৫০ টাকায়।

এখন মিল গেটে বাসমতি চাল প্রতি কেজি আগের থেকে ১ থেকে ২ টাকা কমে ৭০ থেকে ৭১ টাকায় বিক্রি হচ্ছে। জিরাশাইল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৪৯ টাকায়। আগে দর ছিল ৫০ থেকে ৫২ টাকা। এ ছাড়া পাইজাম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৬ থেকে ৪৭ টাকায়। আগে ছিল ৫০ টাকার কাছাকাছি। এ ছাড়া মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪২ টাকায়। দু’সপ্তাহ আগেও এ চাল ছিল ৪৪ থেকে ৪৫ টাকা।

                                                                Advertiesment

এদিকে ক্রেতারা বলছেন, খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল। যদিও পাইকারী বাজারে বস্তা প্রতি খুব একটা দাম কমেনি।

বাসমতি চালও মিল গেটের তুলনায় বাজারে খুচরা পর্যায়ে অন্তত ৮ টাকা বেশি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে মিল গেটের তুলনায় খুচরায় চাল কিনে ঠকছেন ক্রেতারা। দাম কমার সুফল ব্যবসায়ীরা ভোগ করলেও ভোক্তারা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে খুচরা পর্যায়ে মোটা চালের দাম ১ থেকে ২ টাকা কমে বিক্রি হচ্ছে।