কুড়িগ্রামে ইয়ন ফিডের উদ্যোগে খামারি মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে অর্ধ শতাধিক প্রান্তিক খামারিদের অংশগ্রহণে নিরাপদ ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা এবং বর্তমান বাজার প্রেক্ষাপট বিষয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ মার্চ ২০২৪, কুড়িগ্রাম জেলার রাজারহাটের আমিনবাজারে এষা মনি ট্রেডার্স এর সার্বিক সহযোগিতায় উক্ত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইয়ন ক্যাটল, ফিশ, পোল্ট্রি ফিড ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ আলোচনা করেন রংপুর এরিয়ার টি.এস.এম জুয়েল রানা। এসময় শুভেচ্ছা বক্তব্য ও ইয়ন গ্রুপ সম্বন্ধে পরিচিতি বক্তব্য প্রদান করেন টিএসআই আতাউর রহমান। এছাড়া ইয়ন ফিডের ডিলার মুকুল মাস্টার সহ কিছু পল্লী চিকিৎসক ও কয়েকজন খামারি উপস্থিত খামারিদের মাঝে ইয়ন ফিডের গুণাগুণ তুলে ধরেন।

উক্ত মতবিনিময় শেষে দোয়া ও ইফতার মাহফিলে আগত খামারি ও আয়োজকরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, একইদিনে ইয়ন ফিডের উদ্যোগে বাংলাদেশের আরও সাতটি জেলাতে প্রায় ১৮০ জন প্রান্তিক খামারিদের নিয়ে এরকম মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যা ধারাবাহিকভাবে মোট ৫০ টি জেলায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হবে।