করলা গাছের সাথে এ কেমন শত্রুতা!

রাতের আধারে ১ একরের জমিতে রোপণকৃত প্রায় আড়াই হাজার করলা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচরে । পুরো জমির করলা গাছ কাটার ফলে অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক স্বপন।

ক্ষতিগ্রস্ত কৃষক স্বপন বলেন, গত রবিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে। মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলাগাছ রোপণ করেছিলাম। সবগুলো গাছে করলা ধরেছিল। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলাম। কিন্তু রাতে সব গাছ কেটে ও উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পরদিন সকালে গিয়ে দেখতে পাই ক্ষেতের সব করলাগাছ নুয়ে পড়েছে। এরপর দেখি সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে।

চর জুবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, ঘটনাটি আমি শুনেছি। ব্যস্ততার কারণে দেখতে যেতে পারিনি। কারা ওই ঘটনায় জড়িত থাকতে পারে, তাদের শনাক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করেছি এবং কোনও তথ্য পাওয়া গেলে পরিষদ থেকে ব্যবস্থা নেব।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি তবে ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে এ বিষয়ে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।