একলাফে কেজিতে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম

রাজধানীর বাজারে হঠাৎ একলাফে কেজিপ্রতি ২৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও আগুন ছড়াচ্ছে পেঁয়াজের দাম। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে

এসব বাজার ভেদে হালি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা। যেখানে গত শুক্রবারও কেজিপ্রতি ৪০ টাকা ছিল। বাছাই করা ভালো পেঁয়াজ তখন ৪৫ টাকায় বিক্রি হলেও, এখন তা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ‘দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম। কিন্তু হঠাৎ করেই আড়তে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় পাইকারিতে দাম বেড়ে গেছে। ঢাকায় সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরে পেঁয়াজের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই ঢাকার বাজারে তার প্রভাব পড়ছে।’

মিরপুর বাজারে এক ক্রেতা বলেন, ‘কিছুদিন আগে বাছাই করা পেঁয়াজের কেজি ৪৫ টাকা করে কিনেছি। কিন্তু আজ ৬৫ টাকা কেজি চাচ্ছে। এই কয়দিনে পেঁয়াজার দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেলো।’

তিনি আরও বলেন, ‘ভরা মৌসুমে পেঁয়াজের দাম এভাবে বাড়বে কেন? আসলে বাজারে এখন মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছেন।