আব্দুল মজিদ, মৌলভীবাজার: অতিরিক্ত মজুতদারদের জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
সম্প্রতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের প্রবীণ কৃষক ইন্দু ভূষণ পালের বাড়িতে উঠান বৈঠকে উপস্থিত থেকে একথা বলেন কৃষি মন্ত্রী।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উঠান বৈঠকে সুদীপ দাস রিঙ্কুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ সামসুদ্দীন,সহ উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়,৩নং শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান মোঃ দুদু মিয়া।
উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার মোঃ মহিউদ্দিন।